যে কঠিন রোগে মারা গেছেন পুনম পাণ্ডে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম

বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হঠাৎ তার এমন খবরে দিশেহারা হয়ে গেছেন ভক্তরা। তিনি নিজের শেষ মুহূর্তে জানতে পারেন তার ক্যান্সার হয়েছে। জরায়ু ক্যান্সারের খবরটি কয়েক মাস আগে জানতে পারেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। তখন থেকেই মরণ রোগের সঙ্গে লড়াই শুরু করেছেন। তবে এটি ধরা পড়ার পর আর দেরি করেননি তিনি। সর্বোচ্চ চিকিৎসা শুরু করেন। তবে শেষ রক্ষা পেলেন না এই মডেল। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মৃত্যু হয় মডেল পুনম পাণ্ডের। জানা যায়, ক্যানসারের লাস্ট স্টেজে ছিলেন তিনি। সর্বোচ্চ চিকিৎসা দিয়েও বাঁচানো সম্ভব হয়নি পুনমকে।
আরো পড়ুন: বুবলীকে নিয়ে ফের অপুর বিস্ফোরক মন্তব্য
আরো পড়ুন: সংসার ভাঙার খবরে যা বললেন জ্যোতিকা
পুনম উস্কানিমূলক ছবি শেয়ার করার জন্য বিখ্যাত ছিলেন সোশ্যাল মিডিয়াতে। ২০১১ সালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারতের ক্রিকেট দল বিশ্বকাপ ঘরে আনলে তিনি নগ্ন হয়ে ছবি দেবেন। যদিও পরবর্তীতে তিনি তার প্রতিশ্রুতি রাখেননি, দাবি করেছিলেন যে বিসিসিআই তাকে অনুমতি দেয়নি। তবে ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জেতার পর নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন তিনি। তিনি একটি অ্যাপ্লিকেশনও তৈরি করেছিলেন যা পরে গুগল দ্বারা নিষিদ্ধ করা হয় তাদের শর্তাবলী পূরণ না করার জন্য। পরে এটিতে ওয়েবসাইটে পরিণতি দেন পুনম। নাশার পর পুনম ভোজপুরি, তেলুগু এবং কিছু অনামী হিন্দি সিনেমায় অভিনয় করেন। দ্য জার্নি অফ কর্মা নামে সিনেমাটি যা ২০১৮ সালে মুক্তি পায়, তা ছিল শেষ রিলিজ। এরপর তিনি নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপের জন্য ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ৪ এবং লক আপের মতো টিভি শোতেও ছিলেন।
আরো পড়ুন: খোঁজ মিলছে না চিত্রনায়িকা পপির
