সাফা
ঝগড়া শিখেছি অভিনয় করতে এসেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০২:৪২ পিএম

ঝগড়ার দৃশ্যে সঙ্গে ব্যাপক মানায় এমন নাইকাদের তালিকায় নাম রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তবে ঝগড়া কী, সেটিই জানতেন না সাফা কবির। অভিনয় করতে এসে তিনি ঝগড়া শিখেছেন।
সম্প্রতি তার “আফসোস” নাটক মুক্তি পেয়েছে। এই নাটকে ঝগড়ার দৃশ্য রয়েছে; এতে দারুণ সফলভাবে অভিনয় করেছেন তিনি। নাটকের প্রধান দুই চরিত্র রাতুল ও মোনালিসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।
টিএসসিতে একটি আবৃত্তি সংগঠনে শুদ্ধ বাংলা উচ্চারণ কোর্স করতে গিয়ে দুজনের মধ্যে পরিচয় হয়। উচ্চারণ ক্লাসে দুজনের মধ্যে দা-কুমড়ার সম্পর্ক দেখা যায়। একপর্যায়ে তাদের ঝগড়া করতে হয়। সেই ঝগড়া দেখে নাকি সাফাকে ভক্তরা পাকা ঝগড়াটে বলছেন।
এমন ঝগড়া কোথায় শিখেছেন জানতে চাইলে সাফা বলেন, ‘ঝগড়া কী, এটা আমার জানাই ছিল না। বন্ধুদের মধ্যেও কখনো কথা–কাটাকাটি হওয়া বা জোরে শব্দ করে কথা বলতাম না। প্রথম আমি শুটিংয়ে গিয়ে দৃশ্যের প্রয়োজনে ঝগড়া শিখি। অনেক সময় এত জোরে কথা বলতাম যে নিজেই ভয় পেয়ে যেতাম। রাগের সিনগুলোয় এভাবেই কথা বলতে হতো। অভিনয় করতে এসেই ঝগড়া শিখেছি।’