হঠাৎ বিয়ে করলেন জোভান, পাত্রী কে?

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ১১:২১ পিএম

হঠাৎ বিয়ের খবর দিয়েছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। রাত ৯ টার দিকে তিনি একটি সাদাকালো ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যম ফেসবুকে। ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে লিখেছেন ‘...অ্যান্ড উই বোথ সাইড আলহামদুলিল্লাহ, কবুল।’ ছবিতে কনের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। তবে স্ত্রীর মুখটা ঠিক ঠাওর করা যায় না।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ে হয়েছে এ অভিনেতার। মিডিয়ার কাছের মানুষদেরও জানিয়েছেন বিষয়টি। তাঁদের একজন জানান, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তবে অভিনেতা স্ত্রীর বিষয়ে এখনই মুখ খুলছেন না।
উল্লেখ্য, পর্দার ভেতরে ও বাইরের অন্যতম রোমান্টিক অভিনেতা জোভান। ২০১১ সালে শুরু করেন অভিনয়। এক যুগের অভিনয় ক্যারিয়ারে তাকে ঘিরে সহশিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে বহুবার। তবে সেসব ধোপে টেকেনি। অবশেষে থিতু হলেন মিডিয়ার বাইরে।