অভিনেত্রী সোহিনী গৃহবন্দি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৪ এএম

সোহিনী সরকার।

সোহিনী সরকার

সোহিনী সরকার

সোহিনী সরকার

সোহিনী সরকার
মেকআপ আর্টিস্ট করোনা পজ়িটিভ হওয়ায় শুটিং বাতিল। গৃহবন্দি হলেন অভিনেত্রী সোহিনী সরকার। একই বাড়িতে থাকার জন্য প্রেমিক রণজয় বিষ্ণুও গৃহবন্দি।
[caption id="attachment_240043" align="aligncenter" width="762"]
সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে ‘এই আমি রেণু’ ছবির শুটিং শুরু করেন পরিচালক সৌমেন সুর। রেণু-র চরিত্রে ছিলেন সোহিনী। সেখানে তাঁর মেকআপ করেন শানু সিংহ রায়।
তিনি বললেন, ‘‘সোহিনীর মেকআপ করার পরেই কোভিড-১৯ টেস্ট করতে যেতে হয়। কোনো উপসর্গ ছিল না। কিন্তু এসকে মুভিজ়ের ছবির শুটিংয়ে বিদেশে যাব। তাই টেস্ট করাই।’’
[caption id="attachment_240044" align="aligncenter" width="640"]
এই খবর চাউর হতেই সোহিনী শুটিং বাতিল করেন। তাঁর কথায়, ‘‘চিকিৎসকের পরামর্শমতো আমি ও রণ গৃহবন্দি। আমাদের দু’জনের কোনও উপসর্গ দেখা দেয়নি এখনও। তবে সাত দিন পর টেস্ট করব। রিপোর্ট নেগেটিভ এলেই শুটিংয়ে ফিরব।’’
[caption id="attachment_240045" align="aligncenter" width="761"]
ছবিতে সোহিনী ছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ। খবর পাওয়ামাত্র ছবির বাকি শিল্পীদের শুটিং বন্ধ রাখা হয়েছে। সোহিনী ফিরলেই ফের ছবির শুটিং শুরু হবে। নতুন মেকআপ শিল্পী নিয়ে কাজ করতে হবে অভিনেত্রীকে।
[caption id="attachment_240046" align="aligncenter" width="764"]