চমকে দিল রকের নতুন মুভির ফার্স্ট লুক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০৩:৩৪ পিএম

‘ব্ল্যাক অ্যাডাম’ এর ফার্স্ট লুক

করোনার কারণে ‘দ্য রক’খ্যাত অভিনেতা ডোয়াইন জনসনের নতুন ছবি ‘ব্ল্যাক অ্যাডাম’ এর মুক্তি গেল পিছিয়ে। তবে অনেক জল্পনা কল্পনার পর ছবিটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। শনিবার (২২ আগস্ট) ডিসি ফ্যানডম প্যানেল থেকে প্রকাশ করা হয় এ মুভির প্রথম পোস্টারটি। যদিও রক তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একদিন আগেই ছবিটি শেয়ার করেছেন।

প্রথম পোস্টার নিয়ে রক ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমার ধারনা এর জন্য যথেষ্ট অপেক্ষা করা হয়েছে। আমি নিজে মনে করছি যে হাজার বছর পেরিয়ে গেছে অপেক্ষার। অবশেষে আগামীকালই (২২ আগস্ট) অবমুক্ত হচ্ছে আমার পরবর্তী সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’র ফার্স্ট লুক। আমি প্রথমেই স্যালুট জানাতে চাই ওয়ার্নার ব্রোস এবং ডিসি ফিল্মসের সব সদস্যকে। যাদের পরিশ্রমে এই করোনাকালীন চ্যালেঞ্জিং সময়ে আমরা কাজটি করে যেতে পেরেছি।