‘বাচ্চা হবে কবে’ প্রশ্ন করতেই যা বললেন আনুশকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ০২:৩২ পিএম


আনুষ্কা ও বিরাট কোহলি
অনুশকা শর্মাকে কোনো প্রশ্ন করা হলে তার সোজা সাপটা জবাব তিনি দেয়ে দেন বরাবরের মতোই। যেকোনো বিতর্কের জবাব দিতেও তিনি কখনো কুণ্ঠাবোধ করেন না। বিয়ের পর থেকে বিরাটের সাথে ভালোই সময় কাটছে তার। বিয়ের আগে ও পরে বিরাটের সঙ্গে চুটিয়ে জমিয়েছেন প্রেম। এরই মধ্যে যদি জিজ্ঞেস করা হয়, বাচ্চা হবে কবে? তবে তো রেগে যাবারই কথা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক লাইভে অনুষ্কা শর্মাকে ভক্তরা জিজ্ঞেস করে বসলেন, অনেক দিন তো হলো, আপনাদের বাচ্চা হবে কবে? এতেই যা হবার হলো, একেবারে খেপে লাল নায়িকা ! তবে উত্তর দিলেন, চালাক চালাক !
ফলোয়ারদের প্রশ্নে অনুষ্কা স্পষ্টই জানালেন, “সোশ্যাল মিডিয়া ছাড়া এ প্রশ্ন আমাকে কেউ আর করে না। তাই যখন কিছু হবে সোশ্যাল মিডিয়াতেই জানা যাবে “। সিনেমা থেকে একটু সরে গিয়ে আপাতত প্রযোজনা নিয়েই ব্যস্ত রয়েছেন অনুষ্কা। একের পর এক তার প্রযোজনার ছবি সফল হয়েছে অ্যামাজন, নেটফ্লিক্সে।