
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০২:৪৫ এএম
আরো পড়ুন
‘মায়া’ নিয়ে আসছেন আসিফ নূর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ১২:০৫ পিএম

ফ্যান্টম ক্রিয়েশানের প্রযোজনায় নির্মিত হচ্ছে প্রথম ওয়েব ফিল্ম ‘মায়া-দ্যা রিভেঞ্জ’। এই ওয়েব ফিল্ম দিয়ে চার বছর অভিনয়ে ফিরছেন আসিফ নূর। প্রতিষ্ঠানটির প্রধান ও নির্মাতা ফামিদা প্রেমা জানান, ‘মায়া- দ্যা রিভেঞ্জ’ এ আয়ান চরিত্রে দেখা যাবে আসিফ নুর কে। একেবারে নতুন রূপে আসছেন আসছেন তিনি।
‘মায়া’ নিয়ে আসিফ নূর বলেন,“মায়া’র গল্পেই বাস,গল্পেই সর্বনাশ। এই ওয়েব ফিল্মে আমাকে একেবারে ভিন্নরুপে উপস্থাপন করা হয়েছে। এর আগে আমাকে নিয়ে এভাবে কেউ ভাবেনি। গল্পে চমক থাকছে।” চাঁদরাতে ‘মায়া-দ্যা রিভেঞ্জ’ এর পোস্টার উন্মোচন উপলক্ষে ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে ‘ফ্যান্টম ক্রিয়েশন্স’ এর পেজে। এতে অংশগ্রহণ করে ভাগ্যবান ব্যাক্তি পেয়ে যাবেন ১ লক্ষ টাকার নগদ পুরষ্কার।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ফ্যান্টম ক্রিয়েশানের প্রযোজনায় নির্মিত হচ্ছে প্রথম ওয়েব ফিল্ম ‘মায়া-দ্যা রিভেঞ্জ’। এই ওয়েব ফিল্ম দিয়ে চার বছর অভিনয়ে ফিরছেন আসিফ নূর। প্রতিষ্ঠানটির প্রধান ও নির্মাতা ফামিদা প্রেমা জানান, ‘মায়া- দ্যা রিভেঞ্জ’ এ আয়ান চরিত্রে দেখা যাবে আসিফ নুর কে। একেবারে নতুন রূপে আসছেন আসছেন তিনি।
‘মায়া’ নিয়ে আসিফ নূর বলেন,“মায়া’র গল্পেই বাস,গল্পেই সর্বনাশ। এই ওয়েব ফিল্মে আমাকে একেবারে ভিন্নরুপে উপস্থাপন করা হয়েছে। এর আগে আমাকে নিয়ে এভাবে কেউ ভাবেনি। গল্পে চমক থাকছে।” চাঁদরাতে ‘মায়া-দ্যা রিভেঞ্জ’ এর পোস্টার উন্মোচন উপলক্ষে ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে ‘ফ্যান্টম ক্রিয়েশন্স’ এর পেজে। এতে অংশগ্রহণ করে ভাগ্যবান ব্যাক্তি পেয়ে যাবেন ১ লক্ষ টাকার নগদ পুরষ্কার।