
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৭:৩৭ পিএম
আরো পড়ুন
পরীতে ভৌতিক রূপে অনুষ্কা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৮, ০১:২৮ পিএম

ইতালিতে বিরাট - অনুষ্কার বিয়ের ছবি দেখে চোখ জুড়িয়েছিল অনেকেরই। রাজকীয় সেই বিবাহবাসরে হালকা গোলাপি পোশাকে ঠিক যেন রাজকুমারীর মতো দেখাচ্ছিল অনুষ্কাকে। তার পর মাস ঘুরতে না-ঘুরতেই চমকের পালা। একেবারে ভৌতিক রূপে দেখা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়কের স্ত্রী।
বুধবার মুক্তি পেয়েছে অনুষ্কার পরবর্তী ছবি 'পরী'-র পোস্টার। তাতেই ভয়াল রূপে দেখা গিয়েছে অনুষ্কাকে। গত জুলাইয়ে মুক্তি পেয়েছিল পরীর ফার্স্ট লুক। মঙ্গলবার মুক্তি পায় ছবির টিজার। তাতে অনুষ্কাকে দেখা গিয়েছে রক্তাক্ত মুখে। বুধবার প্রকাশিত পোস্টারে আরও ভৌতিক লাগছে অনুষ্কাকে।
২ মার্চ মুক্তি পাবে অনুষ্কার ছবি পরী।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ইতালিতে বিরাট - অনুষ্কার বিয়ের ছবি দেখে চোখ জুড়িয়েছিল অনেকেরই। রাজকীয় সেই বিবাহবাসরে হালকা গোলাপি পোশাকে ঠিক যেন রাজকুমারীর মতো দেখাচ্ছিল অনুষ্কাকে। তার পর মাস ঘুরতে না-ঘুরতেই চমকের পালা। একেবারে ভৌতিক রূপে দেখা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়কের স্ত্রী।
বুধবার মুক্তি পেয়েছে অনুষ্কার পরবর্তী ছবি 'পরী'-র পোস্টার। তাতেই ভয়াল রূপে দেখা গিয়েছে অনুষ্কাকে। গত জুলাইয়ে মুক্তি পেয়েছিল পরীর ফার্স্ট লুক। মঙ্গলবার মুক্তি পায় ছবির টিজার। তাতে অনুষ্কাকে দেখা গিয়েছে রক্তাক্ত মুখে। বুধবার প্রকাশিত পোস্টারে আরও ভৌতিক লাগছে অনুষ্কাকে।
২ মার্চ মুক্তি পাবে অনুষ্কার ছবি পরী।