এবার শাকিবের বিরুদ্ধে দিলরুবা খানের জিডি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৬:৫৭ পিএম

শাকিব ও দিলরুবা খান
অনুমতি ছাড়া গান ব্যবহার করার অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করলেন সংগীতশিল্পী দিলরুবা খান। মঙ্গলবার (৩০ জুন) বিকালে নগরীর গুলশান থানায় জিডি করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
নব্বই দশকের শ্রোতাপ্রিয় গান ‘পাগল মন’। গানটির গীতিকার কায়সার আহমেদ, সুরকার আশরাফ উদাস। এতে কণ্ঠ দেন দিলরুবা খান। তিনজনের পক্ষে জিডি করেন এই শিল্পী।
জিডিতে বলা হয়েছে, তাদের অনুমতি ছাড়া গানটি রিমেক করে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে ব্যবহার করেছেন। পরে তা ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেন।
এর আগে অনুমতি ছাড়া গান ব্যবহার করার কারণে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেন সংগীতশিল্পী দিলরুবা খান।
মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহৃত এই গানে কণ্ঠ দেন অশোক সিং। এতে ঠোঁট মেলান শাকিব খান ও বুবলী।