×

বিনোদন

পিরিয়ড ট্যাবু নিয়ে ইচ্ছেমতোর ‘ফোর সামথিং’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ০৩:০৭ পিএম

পিরিয়ড ট্যাবু নিয়ে ইচ্ছেমতোর ‘ফোর সামথিং’

ফোর সামথিং

   

একুশ শতকের সমাজেও স্যানিটারি ন্যাপকিন এবং পিরিয়ড নিয়ে যে ধরনের নিম্ন মানসিকতা রয়েছে তা সত্যিই অবাক করার মতো। মেন্সট্রুয়াল হাইজিনের বালাই নেই, এদিকে কুসংস্কার-অশিক্ষা এবং উদ্ভট মানসিকতার চাপ স্পষ্ট প্রায় সর্বত্র। শহর-শহরতলি আর গ্রামাঞ্চলের মধ্যে প্রকাশের ফারাক কেবল উনিশ-বিশ। পিরিয়ডস হলে সেই মেয়েটি অচ্ছুত, এ কথা লুকিয়ে রাখতে হবে, এমনকি বলা যাবে না নিজের বাবাকেও যার কাছে কিনা এই কন্যাসন্তান পরম স্নেহের পাত্রী—–সভ্য সমাজের তথাকথিত শিক্ষিত সমাজের একটা বড় অংশ এখনও মনে করেন এমনটাই।

মেয়েদের পিরিয়ড যে জীবনের আর পাঁচটা সাধারণ জিনিসের মতোই একটা ব্যাপার এটা মানতেই চান না কেউ কেউ। দোকানে গিয়ে প্রকাশ্যে স্যানিটারি ন্যাপকিন চাইলে বাকি খদ্দের এবং দোকানদারের প্রায় ভিরমি খাওয়ার জোগাড় হয়। অবস্থার বদল যে হয়নি তা নয়, তবে সমস্যা এখনও অনেক গভীরে। আর এইসব নিয়েই আসছে ভারতীয় বাংলা থিয়েটারের নাটক দল ইচ্ছেমতোর ফেসবুক সিরিজ ‘ফোর সামথিং’-এর নতুন এপিসোড। অভিনয়ে থাকছেন তূর্ণা দাশ, অঙ্কিতা মাঝি, দেবী সাহা এবং সুলগ্না নাথ।

এর আগে দলটির দুটো নাটক ‘ক্যাপ্টেন হুররা’ আর ‘ঘুম নেই’ যথেষ্টই সাড়া ফেলেছে নাট্যপ্রেমীদের মহলে। এবার লকডাউনের সময় ‘ইচ্ছেমতো’-র নতুন প্রয়াস ফেসবুক সিরিজ ‘ফোর সামথিং’। পরিচালনায় দলের অন্যতম সৌরভ পালোধী। ছোট্ট ছোট্ট গল্প, আর তার মাধ্যমেই সমাজের নানা ট্যাবু এবং তার সঙ্গে জড়িয়ে থাকা সমস্যাগুলো তুলে ধরেছেন ইচ্ছেমতোর সদস্যরা।

মানবজীবনের রোজনামচার এইসব দিক নিয়েই তৈরি হয়েছে ইচ্ছেমতোর ফেসবুক সিরিজ। ইতিমধ্যেই রিলিজ হয়েছে প্রথম এপিসোড। মেয়েদের জীবনের অন্যতম সমস্যা ব্রা-র স্ট্র্যাপ। রাস্তাঘাটে চলার সময় অসতর্কতায় একবার পোশাকের ফাঁকে উঁকি দিলেই হল। রে রে করে তেড়ে আসবেন একদল, যেন সাংঘাতিক কোনও গর্হিত অপরাধ হয়ে গেছে। কেউ কেউ তো আবার কোনও কিছুর তোয়াক্কা না করেই এগিয়ে এসে পোশাকের ফাঁকে ঢুকিয়ে দেন ব্রা-র স্ট্র্যাপ। সঙ্গে পরামর্শ তো উপরি পাওনা। এই নিয়েই ছিল ইচ্ছেমতোর ফেসবুক সিরিজের ফার্স্ট এপিসোড ‘ইয়োর ব্রা স্ট্র্যাপ ইজ শোয়িং’।

https://www.facebook.com/ichheymotoofficials/videos/3005101449586808/?v=3005101449586808

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App