লকডাউনে কুকুরের সঙ্গে এ কী করলেন অঙ্কুশ (ভিডিও)

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২০, ০৬:১৭ পিএম

অঙ্কুশ ও তার কুকুর
এমনিতেও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব অ্যাক্টিভ অঙ্কুশ। তার ওপর আবার লকডাউনে বন্ধ সকল কার্যক্রম। এখন যার যার সোশ্যাল মিডিয়ার আইডি থেকেই ভক্তদেরকে বিনোদন দেয়ার চেষ্টা করছে সবাই। অঙ্কুশও ব্যতিক্রম নয়।
বাড়িতে বসেই নানা রকম মজার ভিডিও বানিয়ে আপলোড করেন তিনি। মজা করতে ভালবাসেন এই অভিনেতা। লকডাউনে ঐন্দ্রিলাও রয়েছেন তার সঙ্গেই। অঙ্কুশ তার দুই পোষা কুকুরকে খুব ভালবাসেন। দিনের অনেকটা সময় কাটছে তাদের সঙ্গে। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেটাই যেন বুঝিয়ে দিলেন।
নিজের পছন্দের কুকুরকে কোলে নিয়ে মজার মজার কথা বললেন কুকুরটির সঙ্গে। কুকুরটি এই অবস্থায় ঠিক কী ভাবতে পারে তা বলে বোঝালেন অভিনেতা। সব শেষে তিনি কুকুরটিকে চুমু খেতে যেতেই কুকুরটির ভাষায় অঙ্কুশ বলে ওঠেন, "ছাড় ছাড় চুমু খাবি না। সকাল থেকে ব্রাশ করিসনি।" এই মজার ভিডিওটি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন। সিনেমা জগত বন্ধ থাকলেও আপাতত ফ্যানরা খুশি এসব ভিডিও পেয়েই।
https://www.instagram.com/p/CAFySebBxl5/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again