ছেলের ছবি শেয়ার করলেন কোয়েল, শুভেচ্ছার ঢল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২০, ০৭:২২ পিএম

স্বামী-সন্তানসহ কোয়েল
অভিনেত্রী কোয়েল মল্লিক মঙ্গলবার সকালেই মা হয়েছেন। পুত্রসন্তানের জন দিয়েছেন তিনি। এবার শেয়ার করলেন নবজাতকের ছবিও। হাসপাতালের বেডে শুয়েই পুত্রসন্তানকে নিয়ে ছবি তুলেছেন কোয়েল। সঙ্গে হাজির অভিনেত্রীর স্বামী এবং টলিপাড়ার প্রযোজক নিসপাল সিং রানেও।
গত ফেব্রুয়ারিতেই কোয়েল জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি। এই গ্রীষ্মেই আসবে তাদের সন্তান। সদ্যোজাতর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথম সন্তান এবং সেলিব্রিটি দম্পতির জন্য শুভেচ্ছা উপচে পড়ছে নেট দুনিয়ায়।
[caption id="attachment_218942" align="aligncenter" width="203"]
২০১৩ সালে ১ ফেব্রুয়ারি সুরিন্দর ফিল্মসের অন্যতম প্রধান প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন কোয়েল মল্লিক। বিয়ের পর কাজের ব্যাপারেও খুব খুঁতখুঁতে হয়ে গিয়েছিলেন তিনি। বাছাই স্ক্রিপ্ট ছাড়া পর্দায় দেখাই যেত না অভিনেত্রীকে।