লকডাউনে মা হওয়ার মুহূর্তে কী ভাবছে কোয়েল?

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০৩:২৩ পিএম

কোয়েল মল্লিক
করোনা বিস্তার রোধে লকডাউন রয়েছে ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে সুপার স্টাররাও রয়েছেন গৃহবন্দি। আর এই সময়টাতে খুব শীঘ্রই মা হতে চলেছেন মিডিয়া জগতের হার্টথ্রব অভিনেত্রী কোয়েল মল্লিক। ঘরে বসে সময় গুণছেন অন্তিম সেই সময়টির এবং ছোটবেলার পুরনো স্মৃতিতে পাড়ি দিচ্ছেন বার বার। এমনটাই তার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন তিনি।
কোয়েল জানান, কোয়েল তখন পঞ্চম শ্রেণিতে পড়েন। সেবছর সরস্বতী পুজোর দিনে ভবানীপুরের বাড়িতে সাজুগুজু করে ছবি তুলেছিলেন তিনি। এত বছর পর সেই ছবিই হঠাৎ খুঁজে পেয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম থেকে জানা যাচ্ছে, কোয়েলের সঙ্গে ওই কিশোরীর নাম সুকন্যা পাল। তবে সম্পর্কে তিনি কোয়েলের কে হন, তা অবশ্য ছবিতে উল্লেখ নেই। তবে কোয়েল মল্লিকের পুরনো আরো একটি ইনস্টা পোস্ট আর ট্যাগিং দেখে মনে হচ্ছে সুকন্যা পালই হলেন কোয়েলের সঙ্গে থাকা ছোটবেলার ওই কিশোরী।
এই ছবি দেখলে হয়ত আপনিও হয়ত লকডাউনের এই সময় মনে মনে নিজের ছোটবেলায় ফিরে যাবেন। কোয়েলের এই ছবির নিচে কমেন্ট করেছেন অনেকেই। লকডাউনের কারণে পিছিয়ে গিয়েছে কোয়েল মল্লিকের ছবি 'রক্তরহস্য'।