৩৩ এ পা রাখলেন অরিজিৎ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০১:০২ পিএম

অরিজিৎ সিং
বলিউডের অন্যতম জনপ্রিয় শিল্পী অরিজিত সিংহর জন্মদিন আজ। দেশ যখন লকডাউনে তখন ৩৩ বছর বয়সে পা রাখলেন জনপ্রিয় এ শিল্পী। ১৯৮৭ সালের এই দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন তিনি।
নিজের কন্ঠস্বরে একটা প্রজন্মকে আবেগ-আপ্লুত করেছেন তিনি। আশিকি-২ সিনেমার তুম হি হো গানের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে ওঠেন তিনি। তারপর থেকে একের পর গানে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন তিনি। সুরকাররাও পেয়ে গিয়েছেন চোখ বুজে ভরসা করার মতো এক শিল্পীকে। স্বল্প সময়ের মধ্যে তার বিভিন্ন ধরনের গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী ঠিকানা খুঁজে নিয়েছে।
কিছু কিছু গান তার কেরিয়ারের মাইলস্টোন হয়ে উঠেছে। ইন্ডাস্ট্রির নির্ভরযোগ্য শিল্পী হয়ে উঠেছেন অরিজিত। শুধু হিন্দি নয় বাংলা গানেও নিয়েছেন দখল। সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়।
তুম হি হো গান অরিজিতকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। আদিত্য রায় কপূর ও শ্রদ্ধা কপূরের রোমান্টিক বৃষ্টি ভেজা দৃশ্য তার আবেগ ঢালা কন্ঠে আনকোরা কন্ঠে নয়া মাত্রা এনে দিয়েছিল।