
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৭:৩৫ পিএম
আরো পড়ুন
সালমনের জন্মদিনে রাতভর পার্টি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ১২:৫৯ পিএম
বিরাট-অনুষ্কার রিসেপশনের পর সোজা সালমন খানের ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা। ‘ভাইজান’-এর ৫২তম জন্মদিন বলে কথা। তাই, বিরুষ্কার রিসেপশন ছেড়ে সালমনের পানভেল ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা কাইফ। সেখানেই চলে রাতভর পার্টি। তবে শুধু কি ক্যাটরিনা? সালমনের জন্মদিনের পার্টিতে হাজির হন মহেন্দ্র সিং ধোনিও। বিরুষ্কার রিসেপশনের পর সালমনের ফার্ম হাউজে সোজা হাজির হন এম এস ধোনি।
তবে শুধু কি ক্যাটরিনা, এম এস ধোনি, সালমন খানের জন্মদিনের পার্টিতে হাজির হন তাঁর প্রাক্তন বান্ধবীরা। সেই তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, স্নেহা উলালও। ‘ভাইজান’-এর ফার্ম হাউজে দেখা যায় মৌনি রায়, করিশ্মা তান্না, আথিয়া শেঠি, আরবাজ খান, সোহেল খান, অনিল কাপুরদেরও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
বিরাট-অনুষ্কার রিসেপশনের পর সোজা সালমন খানের ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা। ‘ভাইজান’-এর ৫২তম জন্মদিন বলে কথা। তাই, বিরুষ্কার রিসেপশন ছেড়ে সালমনের পানভেল ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা কাইফ। সেখানেই চলে রাতভর পার্টি। তবে শুধু কি ক্যাটরিনা? সালমনের জন্মদিনের পার্টিতে হাজির হন মহেন্দ্র সিং ধোনিও। বিরুষ্কার রিসেপশনের পর সালমনের ফার্ম হাউজে সোজা হাজির হন এম এস ধোনি।
তবে শুধু কি ক্যাটরিনা, এম এস ধোনি, সালমন খানের জন্মদিনের পার্টিতে হাজির হন তাঁর প্রাক্তন বান্ধবীরা। সেই তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, স্নেহা উলালও। ‘ভাইজান’-এর ফার্ম হাউজে দেখা যায় মৌনি রায়, করিশ্মা তান্না, আথিয়া শেঠি, আরবাজ খান, সোহেল খান, অনিল কাপুরদেরও।
