সৈকতে তাপ ছড়ালেন ইলিয়ানা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০১:৩০ পিএম

ইলিয়ানা ডি ক্রুজ।
ইলিয়ানা ডি ক্রুজ। কাজ না থাকলে সুযোগ পেলেই বেড়িয়ে পরেন সমুদ্র সৈকতে। সমুদ্র পাড়ে রোদে বিকিনিতে মেলে ধরেছেন ইালয়ানা। যেন তিনিই তাপ ছড়াচ্ছেন সমুদ্রে। সম্প্রতি এই অভিনেত্রী এ রকমই ছবি ইনস্টাগ্রামে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ছবিতে ভালোবাসার প্রতিক্রিয়া দিয়ে নিজেদের ভাবও প্রকাশ করেছে ভক্তরা।
https://www.instagram.com/p/B9JkuCigNmK/বিকিনির ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, "ট্যান পড়ে পড়ুক। আপাতত এভাবেই দেখুন আমাকে। কটা দিন এভাবেই নিজের মতো করে ছুটি উপভোগ করব।"
সৈকতে তার আবেদনময়ী অন্যান্য ছবিতে তিনি ক্যাপশনে বলেন, “সমুদ্র যখন আমাকে ডাকছে।”, ”পড়শির ঈর্ষা আমার গর্ব।”
https://www.instagram.com/p/B9JlpjOg7Xb/'দ্য বিগ বুল' ছবিতে ইলিয়ানাকে দেখা যাবে অভিষেক বচ্চনের বিপরীতে। ছবির পরিচালক কুকি গুলাটি। প্রযোজনায় অজয় দেবগন। পাগলপন্তি ছবিতে ইলিয়ানা ডি ক্রুজ অনিল কাপুর, জন আব্রাহাম, উর্বশী রাউতেলা, আর্শাদ ওয়ার্সি, পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা। তার ঝুলিতে আছে বরফি, ফাটা পোস্টার নিকলা হিরো, রুস্তম এবং হ্যাপি এন্ডিংয়ের মতো জনপ্রিয় ছবি।