বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ‘জনকের মুখ’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ১০:৪৬ এএম

ফারজানা ছবি
তথ্য মন্ত্রণালয় এবং মুজিববর্ষ উদযাপন কমিটির আর্থিক সহযোগিতায় নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য সিনেমা জনকের মুখ। ৪০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মান্নান হীরা। সিনেমায় মমতা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি এবং সোলায়মান চরিত্রে স্বাক্ষ্য শহীদ।
মমতা চরিত্রে অভিনয় প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, বাস্তবিকভাবে আমি মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু সিনেমায় আমি যে চরিত্রটি করেছি যুদ্ধের বিভীষিকা নিজের মধ্যে ধারণ করে অদেখা সব চরিত্রের কাল্পনিক অস্তিত্ব সৃষ্টি করতে হয়েছে। সিনেমায় বেশ কিছু দৃশ্যে মমতা চরিত্রের সঙ্গে বঙ্গবন্ধুর সরাসরি কথোপকথন দেখানো হয়েছে। যা আমার জন্য বিশাল এক প্রাপ্তি। বলা যায়, এটি আমার স্বপ্নের একটি কাজ।
এদিকে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন, সিনেমাটি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে কেন্দ্র করে নির্মিত। আগামী ১৭ মার্চ থেকে বছরব্যাপি সারাদেশে প্রদর্শিত হবে। এছাড়াও বিভিন্ন দেশের উৎসবগুলোতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।