জাহিদ-তারিনের ‘খুব জানতে ইচ্ছে করে’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:২২ এএম

জাহিদ হাসান ও তারিন।
তাবারক হোসেনের গল্প অবলম্বনে যুবরাজ খান পরিচালিত ঈদের বিশেষ নাটক ‘খুব জানতে ইচ্ছে করে’তে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান ও তারিন জাহান। নাটকটির নাট্যরূপ দিয়েছেন রাজিবুল ইসলাম রাজিব। সম্প্রতি পুবাইলে অরণ্যবাস রিসোর্টে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ করেছেন নির্মাতা যুবরাজ খান।
আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা। নাটকটির গল্প প্রসঙ্গে এখনই কিছু জানাতে আগ্রহী নন নির্মাতা। তবে যুবরাজ খান বলেন, গল্পটাই এই নাটকের প্রাণ। নাটকে অসাধারণ অভিনয় করেছেন জাহিদ হাসান এবং তারিন জাহান। দর্শক একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্রে দেখতে পাবেন আরফান আহমেদকে। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, দীর্ঘদিন পর তারিনের সঙ্গে অভিনয় করেছি। এই নাটকে তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। আমি খুবই আশাবাদী যে নাটকটি দর্শকের ভালো লাগবে। যুবরাজের নির্দেশনায় এর আগেও কাজ করেছি, অনেক যত্ন নিয়ে যুবরাজ নাটকটি নির্মাণ করেছে।