জন্মদিনে হলিডে চান উর্বশী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৪ পিএম

উর্বশী রাউতোলা।

জন্মদিন স্পেশ্যালে একটি ছবি পোস্ট করে রাতারাতি ভাইরাল হয়েছেন উর্বশী।

উর্বশী রাউতোলা।

হট লুকের অভিনেত্রীর এই ছবিতে হু হু করে বাড়ছে লাইক ও কমেন্টের সংখ্যা।

নিজের ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন অভিনেত্রী উর্বশী।

উর্বশী

অভিনেত্রী উর্বশী।

উর্বশী
উর্বশী রাউতোলার আজ জন্মদিন। ২৫ বছর পার করে তিনি ২৬ বছরে পা দিলেন। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ইতোমধ্যেই নজর না কাড়লেও বোল্ড লুকের জন্য বরাবরই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন উর্বশী রাউতোলা। অভিনয় থেকে শরীরচর্চা সব কিছুতেই আলোচনার শীর্ষে উঠে আসে তার নাম।
[caption id="attachment_205039" align="aligncenter" width="800"]
সব সময় ভক্তদের কিছু না কিছু স্পেশ্যাল উপহার দিয়ে থাকেন উর্বশী। আর জন্মদিনের দিন দর্শকদের চমক দেবেন না এটা কি হতে পারে? তাই জন্মদিনের দিনই ভক্তদের মন রাখতে আবেদনময়ী পোজে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। অন্তর্বাস না পরেই ফোটোশ্যুটে পোজ দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন অভিনেত্রী।
[caption id="attachment_205040" align="aligncenter" width="800"]
উর্বশী রাউতোলার এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই নিজের ফিটনেসের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। কিছুদিন আগেও একটি ওয়ার্ক আউটের ভিডিও নিজেই শেয়ার করেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, ছবি পোস্ট করে এও জানিয়েছেন তার জন্মদিনটা হলিডে হওয়া দরকার।
[caption id="attachment_205043" align="aligncenter" width="800"]

২০১২ সালে মিউ ইউনিভার্স হয়েছিলেন অভিনেত্রী। তারপর ২০১৫ সালে মিস ডিভাতেও প্রথম স্থান অধিকার করেন অভিনেত্রী। তারপর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক ছবি করে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী।
[caption id="attachment_205042" align="aligncenter" width="800"]
