যোগাযোগ মাধ্যমে আরাধ্যার সঙ্গে জুনিয়র বচ্চনের ছবি ভাইরাল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ১২:১৪ পিএম
মেয়ে আরাধ্যাকে নিয়ে বরাবরই সংরক্ষণশীল জুনিয়র বচ্চন। মেয়েকে নিয়ে কেউ কিছু বললে, মোটেই তাকে ছেড়ে দেন না তিনি। তবে, লোকে নানারকম কথা বলবে বলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রিয়তমা পত্নী ঐশ্বর্য রাই কিংবা মেয়ে আরাধ্যার ছবি পোস্ট করতেও ছাড়েন না। তাই, অভিষেক বচ্চনের ইনস্টাগ্রাম কিংবা টুইটার জুড়ে রয়েছে পরিবারের সঙ্গে প্রচুর বিশেষ মুহূর্তের ছবি। ছবি গুলো রীতিমত ভাইরাল হয়েছে অনলাইনে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। জুনিয়র বচ্চনের হাতের ওপর আরধ্যার ছোট হাতের এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল বলিউড নায়িকা ঐশ্বর্য রাইকে বিয়ে করেন জুনিয়র বচ্চন। ২০১১ সালে ১৬ নভেম্বর কন্যাসন্তান আরাধ্যার জন্ম দেন ঐশ্বর্য রাই বচ্চন।