×

বিনোদন

তিন চলচ্চিত্রে দিলারা জামান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১১:৩৬ এএম

তিন চলচ্চিত্রে দিলারা জামান

দিলারা জামান।

   

একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান নতুন তিনটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এরই মধ্যে শেষ করেছেন তিনি জুয়েল মাহমুদের পরিচালনায় ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার কাজ। এই সিনেমায় তিনি বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ব্যস্ত রয়েছেন মির্জা সাখাওয়াত হোসেনের ‘অর্জন ৭১’ সিনেমার শুটিংয়েও। এছাড়া আগামী ৪ ফেব্রুয়ারি থেকে তিনি নোয়াখালীতে হারুন অর রশীদের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের সময়কালের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’ সিনেমায় কাজ শুরু করবেন। এটি নির্মাণ করবেন ফজলে আজিম জুয়েল। এতে দিলারা জামান অভিনয় করভেন আলেয়া বেগম চরিত্রে।

তিনটি নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘চিরঞ্জীব মুজিব’-এ আমি বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করেছি। অনেক কষ্ট করে প্রচণ্ড শীতের মধ্যে আমাকে শুটিং করতে হয়েছে। বঙ্গবন্ধুর মায়ের চরিত্রটি যতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় সেই চেষ্টাটাই ছিল আমার। কারণ এটি ইতিহাস হয়ে থাকবে। অর্জন ৭১’-এও আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এই কাজটিও ভালো লাগছে।

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে ‘আমার বাবার নাম’ চলচ্চিত্রের কাজ শুরু করবো। মূলত বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তনের কয়েকদিন আগের গল্প নিয়ে এই চলচ্চিত্র। ঢাকা শহরসহ বিভিন্ন এলাকার মানুষের ভাবনায় কী ছিল তখন বঙ্গবন্ধুকে ঘিরে, এটি নিয়েই মূলত এই চলচ্চিত্রের গল্প। আশা করছি এই কাজটিও অনেক ভালো হবে।

এদিকে দিলারা জামান নতুন ধারাবাহিক হাবীব শাকিল পরিচালিত ‘পরের মেয়ে’র শুটিংয়ে ব্যস্ত। এছাড়া তিনি তৌকীর আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক ‘রূপালী জোছনা’তেও নিয়মিত অভিনয় করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App