কোবে ব্রায়ান্টের শোকে কাঁদলেন দিয়া মির্জা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১১:১৩ এএম
হাসির মহিমাতেই কাত দুনিয়া। সাবেক মিস ইন্ডিয়া দিয়া মির্জার মুখে সবসময় হাসি লেগেই রয়েছে। অভিনয়ের পাশাপাশি সমাজসেবা করেও তিনি বেশ পরিচিত। সম্প্রতি জলবায়ু পরিবর্তন নিয়ে জয়পুর সাহিত্য উৎসবে আলোচনা সভায় কেঁদে ফেললেন দিয়া মির্জা। সম্প্রতি একটি হেলিকপ্টার দুর্ঘটনায় কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট প্রয়াত হন। সঙ্গে তার ১৩ বছরের মেয়ে জিয়ানারও মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনার প্রসঙ্গ টেনে দিয়া আলোচনা সভায় কাঁদতে কাঁদতে বলেন, রবিবার আমার দিনের শুরুটা বেশ ছিল। কিন্তু ৩টার পর আমার ফোনে এক বিরাট মাপের খেলোয়াড়ের ঘটনা নিউজ অ্যালার্ট দিতে থাকে। এনবিএ প্লেয়ার তিনি, যাকে আমি সোশ্যাল মাধ্যমে ফলো করি। ক্যালিফোর্নিয়ায় তার হেলিকপ্টার ভেঙে যাওয়ার ঘটনা আমাকে নাড়া দিয়েছে ভীষণভাবে। আমি সত্যিই শোকাহত। বিভিন্ন দিনে বিভিন্ন জিনিস আমাদের বিরক্ত করে, তবে আমরা নিজের যত্ন নিই। আমি ভাগ্যবান যে আমার লো ব্লাড প্রেসার।