তারকাদের জীবনের গল্পই‘মেকআপ’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯, ০৪:৩৮ পিএম

‘মেকআপ’সিনেমার কলাকুশলীরা।
সিনেমার সত্তর শতাংশ কাজ শেষ, ঠিক তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো অনন্য মামুনের নতুন চলচ্চিত্র ‘মেকআপ’-এর নায়ক ও নায়িকাদের নাম।
নির্মাতা মামুন দাবি করেন, আমার এই সিনেমায় কোনও নায়ক-নায়িকা নেই। গল্পই হচ্ছে নায়ক। আর এর মূল কথা হলো- মেকআপ দিয়ে সব কিছু ঢাকা যায় না। ক্যামেরার সামনের জীবন ও বাস্তব জীবন সম্পূর্ণ আলাদা। তারকাদের জীবনের গল্পই আমার সিনেমায় উঠে আসবে।
তিনি আরো জানান, এটা তাদের বড় বাজেটের ছবি। যার একটি গানের জন্য খরচ হয়েছে ৭০ লাখ টাকা। ছবির শুটিং হয়েছে সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে।
রবিবার (৬ অক্টোবর) রাজধানীর পান্থপথের রেস্তোরাঁ ‘কফিবাজ’-এ আয়োজিত অনুষ্ঠানে তাদের পরিচয় করিয়ে দেন মামুন। এতে আছেন রোশান, নবাগতা নিপা আহমেদ, কলকাতার অভিনয়শিল্পী পায়েল মুখার্জি ও বিশ্বজিৎ মুখার্জি। ছবিতে সুপারস্টারের ভূমিকায় থাকবেন দেশের খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান।
আগামী নভেম্বরে‘মেকআপ’সিনেমাটি মুক্তি দেওয়া হবে। প্রযোজনা করেছে সেলেব্রিটি প্রোডাকশন।