নকলের প্রমাণ মিললেও রেহাই পেল ‘পাসওয়ার্ড’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ০৪:০৭ পিএম

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পাসওয়ার্ড’ ছবিটি ব্যবসা সফল হলেও ছবিটির বিরুদ্ধে আনা হয় নকলের অভিযোগ। ‘পাসওয়ার্ড’ কোরিয়ান ‘দ্য টার্গেট’ ছবির নকল- এরকম প্রশ্ন ওঠে। ছবিটির পরিচালক মালেক আফসারির বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় সমালোচনা। যদিও নকলের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন পরিচালকসহ ছবি সংশ্লিষ্ট সকলেই। ছবিটি নকল নয়; এমন অনেক যুক্তিও দিতে থাকেন আফসারি। শেষমেশ মৌখিক প্রশ্নের পাশাপাশি আনন্দ কুটুম নামে একজন চলচ্চিত্রকর্মী গত ১৭ জুন সেন্সর বোর্ডে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা গত ৪ জুলাই উল্লিখিত কোরিয়ান ছবিটি দেখেন। দেখার পর তারাও ছবিটির কয়েকটি দৃশ্যের সঙ্গে ‘পাসওয়ার্ড’ ছবির দৃশ্যের মিল পান। তবে চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ‘পাসওয়ার্ড’ ছবির বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত নেননি তারা।
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামূল কবীর বলেন, অভিযোগপত্র হাতে পাওয়ার পর আমরা সেন্সর বোর্ড সদস্যরা কোরিয়ান ‘দ্য টার্গেট’ ছবিটি দেখেছি। দেখার পর আমরাও ছবিটির সঙ্গে ‘পাসওয়ার্ড’ ছবির কিছু দৃশ্যের মিল পেয়েছি। সোজা কথা, নকলের প্রমাণ পেয়েছি। কিন্তু বর্তমান বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা তো ভালো না। আমরা চাই না প্রযোজকদের চলচ্চিত্র নির্মাণে অনুৎসাহিত করতে। তাই কঠিন সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থেকেছি।
তিনি আরো বলেন, আমরা ছবির প্রযোজক ও পরিচালককে চিঠি পাঠিয়েছি। সতর্ক করে দিয়েছি, যেন তারা ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকেন। সতর্ক করার পরও এমন কাজ করলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ‘পাসওয়ার্ড’ সিনেমাটি প্রযোজনা করেছে শাকিব খান ফিল্মস। সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন বুবলি, মিশা সওদাগর, ইমন, অমিত হাসান, ডন।