
প্রিন্ট: ১১ মে ২০২৫, ১১:৩৩ পিএম
আরো পড়ুন
বিজয় দিবসে বিনামূল্যে চার সিনেমা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ০২:২০ পিএম
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ১৬ ডিসেম্বর পালিত হবে মহান বিজয় দিবস। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ বিনামূল্যে এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন।
ওইদিন সারাদেশের সিনেমা হলে মুক্তিযুদ্ধভিত্তিক চারটি সিনেমা প্রদর্শিত হবে।
এগুলো হলো— চাষী নজরুল ইসলাম পরিচালিত ও শাবানা, রাজ্জাক, খসরু, নূতন অভিনীত ‘ওরা ১১ জন’, তৌকীর আহমেদ পরিচালিত ও বিপাশা হায়াত, আজিজুল হাকিম অভিনীত ‘জয়যাত্রা’, হুমায়ূন আহমেদ পরিচালিত ও আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত অভিনীত ‘আগুনের পরশমণি’ এবং নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ও জয়া আহসান, ফেরদৌস অভিনীত ‘গেরিলা’।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ১৬ ডিসেম্বর পালিত হবে মহান বিজয় দিবস। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ বিনামূল্যে এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন।
ওইদিন সারাদেশের সিনেমা হলে মুক্তিযুদ্ধভিত্তিক চারটি সিনেমা প্রদর্শিত হবে।
এগুলো হলো— চাষী নজরুল ইসলাম পরিচালিত ও শাবানা, রাজ্জাক, খসরু, নূতন অভিনীত ‘ওরা ১১ জন’, তৌকীর আহমেদ পরিচালিত ও বিপাশা হায়াত, আজিজুল হাকিম অভিনীত ‘জয়যাত্রা’, হুমায়ূন আহমেদ পরিচালিত ও আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত অভিনীত ‘আগুনের পরশমণি’ এবং নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ও জয়া আহসান, ফেরদৌস অভিনীত ‘গেরিলা’।