
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৫:২৭ এএম
আরো পড়ুন
নারী দিবসে মধুমিতার ‘ধ্রুবতারা’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০১৯, ০৩:২৩ পিএম

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী মধুমিতা মৈত্রর রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘ধ্রুবতারা’ প্রকাশিত হবে গানওয়ালার ব্যানারে। রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন পর্যায় থেকে বাছাই করা ১০টি গান নিয়ে এই অ্যালবামটি সাজানো হয়েছে যার যন্ত্র সংযোজনায় ছিলেন ভারতের সঙ্গীত পরিচালক, দূর্বাদল চ্যাটার্জি।
মধুমিতা মৈত্রর শৈশব, বেড়ে ওঠা আর যাপিত জীবনের অনেকখানি জুড়ে আছেন রবীন্দ্রনাথ। যে আবহে বাংলাদেশে রবীন্দ্রনাথের শুদ্ধতম চর্চা, রবীন্দ্রনাথকে আশ্রয় করে রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলন, মধুমিতা তারই উত্তরাধিকার বহন করেন তার রবীন্দ্রসঙ্গীত চর্চায় খানিকটা পারিবারিক কারণেই।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী মধুমিতা মৈত্রর রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘ধ্রুবতারা’ প্রকাশিত হবে গানওয়ালার ব্যানারে। রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন পর্যায় থেকে বাছাই করা ১০টি গান নিয়ে এই অ্যালবামটি সাজানো হয়েছে যার যন্ত্র সংযোজনায় ছিলেন ভারতের সঙ্গীত পরিচালক, দূর্বাদল চ্যাটার্জি।
মধুমিতা মৈত্রর শৈশব, বেড়ে ওঠা আর যাপিত জীবনের অনেকখানি জুড়ে আছেন রবীন্দ্রনাথ। যে আবহে বাংলাদেশে রবীন্দ্রনাথের শুদ্ধতম চর্চা, রবীন্দ্রনাথকে আশ্রয় করে রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলন, মধুমিতা তারই উত্তরাধিকার বহন করেন তার রবীন্দ্রসঙ্গীত চর্চায় খানিকটা পারিবারিক কারণেই।