সীমানা পেরিয়ে জুটিবদ্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ১০:০৬ পিএম


নায়িকা ঢাকার হলে নায়ক থাকছেন কলকাতার। দুই ইন্ডাস্ট্রির তারকার যুগলবন্দিতে আকর্ষণীয় ছবি নির্মাণের চেষ্টা করছেন নির্মাতারা। বেশ কিছু নতুন জুটি রয়েছেন দর্শকদের অভ্যর্থনার অপেক্ষায়। যৌথ, আমদানি, বাংলাদেশি প্রযোজনা, সব ধরনের ছবিতেই দুই পারের মেলবন্ধনে জুটি হচ্ছে। এমনই কিছু জুটির কথা এই ফিচারেপূূজা-অদ্রিত ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি দর্শকরা প্রথমবারের মতো ‘নূর জাহান’ ছবিতে একসঙ্গে দেখেন পূজা চেরী ও অদ্রিতকে। আলোচিত শিশুশিল্পী পূজার এটাই প্রথম ছবি। কলকাতার নায়ক অদ্রিতেরও প্রথম ছবি ‘নূর জাহান’। যৌথ প্রযোজনার এই ছবিতে পূজা-অদ্রিত জুটির অভিষেক ঘটে। কিন্তু প্রথম ছবিতে তারা বাজিমাত করতে পারেননি। এতে হতাশ না হয়ে ‘নূর জাহানে’র বাংলাদেশ ও ভারতের প্রযোজকদ্বয় আবারো এই জুটির ওপরে বাজি ধরেন। এবার কলকাতার হিট ছবি ‘প্রেম আমার’-এর সিকুয়েলে জুটিবদ্ধ হয়েছেন পূজা-অদ্রিত। ‘প্রেম আমার টু’ নামের এই ছবি মুক্তি পেয়েছে গতকাল ১ মার্চ। জুটির প্রথম ছবি ব্যর্থ হলেও পরের ছবি নিয়ে সংশ্লিষ্টরা আশাবাদী। দেখার পালা, দর্শকরা পূজা-অদ্রিত জুটিকে এবারের পরীক্ষায় কত নম্বর দেন। তাহসান-শ্রাবন্তী তাহসান খান বাংলাদেশের জনপ্রিয় গায়ক, একই সঙ্গে তিনি শখের অভিনেতা। ধারবাহিকে, টেলিফিল্মে, শর্টফিল্মে, একক নাটকে অভিনয় করে তিনি দর্শক পছন্দের অভিনেতা হয়েছেন। এবার তাকে নিয়েই একটি পূর্ণ দৈর্ঘ্যরে ছবি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। আরটিভির প্রযোজনায় ‘যদি একদিন’ ছবিতে তিনি নায়কের ভ‚মিকায় আসছেন। তার জন্য নির্মাতা রাজ নায়িকা এনেছেন কলকাতা থেকে। বাংলাদেশে এর আগে যৌথ প্রযোজনায় অভিনয় করেছেন শ্রাবন্তী। একক প্রযোজনায় তিনি ‘যদি একদিনে’ই প্রথম। আগামী সপ্তাহে ছবিটি মুক্তি পাচ্ছে। রোমান্টিক ছবির জন্য রাজের সুনাম রয়েছে। তাহসান-শ্রাবন্তীকেও পর্দায় মানাবে বলেই আশাবাদী সংশ্লিষ্টরা।
