ভোরের কাগজে সংবাদ প্রকাশ হওয়ার পর শিশু দিয়ার দায়িত্ব নিতে চান সিয়াম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ এএম
ভোরের কাগজে সংবাদ প্রকাশ হওয়ার পর বিশেষ শিশু দিয়ার দায়িত্ব নিতে চান ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম।
এর আগে রবিবার (২৪ ডিসেম্বর) শিশু দিয়াকে নিয়ে একটি ভিডিও রিপোর্ট প্রকাশিত হয় ভোরের কাগজে। রিপোর্টটি সিয়ামের নজরে আসে।
এই নিয়ে সিয়াম তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সিয়াম লেখেন, এই ভালোবাসাগুলো মুগ্ধ করে , অনুপ্রেরণা যোগায়। দিয়ার জন্য একরাশ ভালোবাসা ও দোয়া।

তার প্রতি নিষ্পাপ দিয়ার ভালবাসার এমন নজির মানুষের সামনে তুলে ধরায় ভোরের কাগজ ও প্রতিষ্ঠানটির ডিজিটাল টিমের প্রধান এইচ এম নাহিয়ানকে ধন্যবাদ জানিয়ে সিয়াম বলেন, আমার একটি সিনেমার প্রিমিয়ারে দিয়ার সঙ্গে আমার দেখা হয়েছিলো। তার ভালোবাসা আমি তখনি টের পেয়েছিলাম। আমার গাড়ির পেছনে সে ছুটে এসেছিলো অনেক দূর। আমাকে জানিয়েছিলো তার ভালোবাসার কথা। সুযোগ হলে দিয়ার চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই।
[embed]https://www.youtube.com/watch?v=YLPuOenX6A0[/embed]স্ট্যাটাসে সিয়াম দিয়ার প্রতি শুভকামনা জানিয়ে লিখেন, দিয়া তার প্রতিভা দিয়ে বিশ্বজয় করুক, এটাই আমার কামনা।