অর্জুন-মালাইকার মধ্যে কে এই কপিলা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ এএম

মালাইকা অরোরা, অর্জুন কাপুর ও কুশা কপিলা

অর্জুন কাপুর
মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি অর্জুনের নামের সঙ্গে জড়িয়েছে কুশা কপিলা নামে আরেক নারীর নাম।
শোনা যাচ্ছে কমেডিয়ান ইউটিউবার কুশা কপিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অর্জুন। তবে নিজেদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন কপিলা।
তিনি বলেছেন, প্রত্যেকদিন নিজের সম্পর্কে অদ্ভুত সব খবর শুনছি। মনে হচ্ছে এবার নিজেকেই নিজের সঙ্গে আলাপ করাতে হবে।তিনি আরও বলেন, প্রত্যেকবার নিজের সম্পর্কে এসব শুনি আর মনে মনে প্রার্থনা করতে থাকি; মা যেন পড়ে না ফেলে, তবু গুঞ্জন থামেনি।
যদিও এমন সব গুঞ্জনকে পাত্তা না দিয়ে আবারও মালাইকার পাশে দাঁড়িয়েছেন অর্জুন। মালাইকার হয়ে একাধিকবার গণমাধ্যমে কথাও বলেছেন তিনি। এর আগে শোনা গেছে তারা গোপনে বিয়েও করেছেন।
অনেকবার শোনা গেছে, মালাইকা আরোরা মা হতে চলেছেন।
২০২২ সালে এমন খবরে মালাইকার পাশে ছিলেন অর্জুন কাপুর। তখন তিনি বলেছিলেন, এই ধরনের খবর প্রকাশ্যে আসা ভীষণ নিম্নমানের।
কেউ এ ধরনের খবর কেন লিখবে! এভাবে মিথ্যে খবর ছড়িয়ে পড়া মোটেও ঠিক নয়। যে কেন খবর ছড়ানোর আগে অবশ্যই তার সত্যতা যাচাই করে নেয়া উচিত। এ নিয়ে গণমাধ্যমের প্রতি বিরক্ত হয়েছেন তিনি।