রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন তৃপ্তি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ এএম

ছবি: আনন্দবাজার

ছবি: ইন্টানেট
সম্প্রতি বিতর্ক পিছু নিয়েছে বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনিমেল’-এ অভিনয় করা অভিনেত্রী তৃপ্তি ডিমরির। ‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর অভিনীত জোয়া চরিত্রটি ইতিমধ্যেই সবার আলোচনার কেন্দ্রেবিন্দুতে। সি নেমাটিতে দেখানো হয়েছে উগ্র পুরুষত্ব, নরীবিদ্বেষ এবং হিংস্রতা। ইতিমধ্যেই এসব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সমালোচকরা।
সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ সিনেমাটি সাম্প্রতিক সময়ে বলিউডে নতুন করে বিতর্ক তুলেছে।
ছবিটিতে অভিনয়ের পর অভিনেত্রী তৃপ্তি ডিমরির জনপ্রিয়তা এক লাফে বেড়ে গেছে অনেক দূর। পাশাপাশি তার অভিনীত জোয়া চরিত্রটি নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ৬ লক্ষ অনুসারী থেকে এক লাফে পৌছেছে ২০ লক্ষে।
‘এনিমেল’ সিনেমা যেমন তৃপ্তিকে তাঁর কাঙ্ক্ষিত সাফল্য ও পরিচিতি এনে দিয়েছে, তেমনি বিতর্কেও জড়িয়েছেন এ অভিনেত্রী। কারণ, রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় কিংবা অভিনেতার জুতোয় জিভ ছোঁয়ানো নিয়ে সংলাপ ভালোভাবে নেয়নি দর্শকরা।
অবশেষে এ নিয়ে মুখ খুললেন তৃপ্তি নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে ঘিরে একাধিক বিতর্কের বিষয়ে তৃপ্তি বলেন, ‘দেখুন আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি নিজে থেকেই, কেউ আমাকে বাধ্য করেনি। আমার এ পেশায় আসার কারণ, এটা আমার ভালো লাগে। আমি যখন অভিনয় করি, অভিনয়ে একটি চরিত্রকে ফুটিয়ে তুলি সেটি আমাকে আত্মতৃপ্তি দেয়।’
‘অ্যানিম্যাল’ ছবিতে এমন বিতর্কিত একটি চরিত্রে কেন অভিনয় করলেন জানতে চাইলে তৃপ্তি বলেন, যখন অভিনয় শিখেছি আমার শিক্ষক আমাকে বলেছে অভিনয়ের ক্ষেত্রে কোনো চরিত্রকে বিচার না করতে। আমি কেবল সেটাই পালন করছি।
চরিত্রের ভাল-মন্দ দিক ব্যাখ্যা করতে গিয়ে তৃপ্তি বলেন, ‘আপনার চরিত্র কিংবা তোমার সহ-অভিনেতার চরিত্র, সবটাই মানুষের বিভিন্ন দিক। যে কোনও মানুষের মধ্যেই ভালমন্দ এ দুই দিকই থাকে। একজন অভিনেতাকে সব সময় ভাল-খারাপ যেকোন ধরনের চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত।’
‘অ্যানিম্যাল’ সিনেমার বিতর্কিত সংলাপ প্রসঙ্গে তৃপ্তি বলেন, ‘একজন মানুষ যে নিজের স্ত্রী, বাবা ও সন্তানকে খুন করতে চায়। আমাকে যদি কেউ এমন মানুষের কথা বলে, আমি তেমন লোককে দেখা মাত্রেই মেরে ফেলতে চাইব। কিন্তু এই চরিত্রটি বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে গিয়েছে, সে কথাও আমাদেরকে মনে রাখতে হবে।’