বিয়ে না করেই মা হতে চান সামান্থা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম

সামন্থা

সামান্থা


ছবি: সংগৃহীত
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। জনপ্রিয় নায়ক নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু সে বিয়ে টেকেনি। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন শুরু হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে সে বছরের ২ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল।
টলিউড ডটনেট এক প্রতিবেদন জানিয়েছে, সামান্থার বর্তমান বয়স ৩৬ বছর। দ্রুত তার বিয়ে করা প্রয়োজন। কারণ সময় যত যাবে, সামান্থার মা হতে আরো জটিলতা বাড়বে। এসব কারণে সামান্থার বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। এদিকে খবর চাউর হয়েছে, বিয়ে না করেও মা হওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
তবে বিয়েবিচ্ছেদের পর থেকে সামান্থা হতাশায় ভুগছিলেন। এরই মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন; এখনো সুস্থ নন। ফলে সামান্থার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বাকি জীবনটা একাই কাটাতে চান। আর এসময়টা অভিনয় এবং সামাজিক কল্যাণমূলক কাজ করে কাটানোর পরিকল্পনা করেছেন।
টলিউড ডটনেট এক প্রতিবেদন অবশ্য জানিয়েছে অসুস্থ হলেও মা হওয়ার ইচ্ছাপূরণ করবে তিনি। তবে ইচ্ছেপূরণের উপায় গর্ভধারণ নয়। দুটো সন্তান দত্তক নেবেন তিনি।