প্রথম দিনেই ১৫০ কোটি আয় করলো ‘জওয়ান’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম


প্রতিনিয়ত নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘পাঠান’ এর ১০০ কোটির রেকর্ড ছাপিয়ে প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপি আয় করেছে ‘জওয়ান’।
শুধু হিন্দি সংস্করণেই সিনেমাটি আয় করেছে ৬৫ কোটি। ৫ কোটি তামিল ও ৫ কোটি তেলুগুতে। তার মানে শুধু ভারতেই তিনটি ভাষায় ‘জওয়ান’র আয় ৭৫ কোটি।
সিনেমা-বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ জানান, এই ছবি ভারতের বাইরে অস্ট্রেলিয়ায় আয় করেছে ২.১১ কোটি। জার্মানিতে এই ছবির আয় ১.৩০ কোটি। নিউজিল্যান্ডে ৩৯.১৪ লাখ। ইংল্যান্ডে ২.১৩ কোটি।
এই ধরনের পরিসংখ্যান এর আগে অন্য কোনও ছবির ক্ষেত্রেই দেখা যায়নি বলেই মত সিনেমা বিশেষজ্ঞদের।
বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিনসহ বিশ্বের ১০ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা।
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। এই প্রথমবার নয়নতারার বিপরীতে অভিনয় করেছেন শাহরুখ। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা গেছে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।