এবারের ‘বিগ বস’র বিজয়ী এলভিস যাদব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৫:৩১ পিএম



বিশেষ এক পর্বের মাধ্যমে শেষ হয়েছে ‘বিগ বস ওটিটি ২’র সিজন। টানটান লড়াইয়ের পর, শেষ প্রতিযোগী হিসেবে টিকে ছিলেন এলভিস যাদব, অভিষেক মালহান, বেবিকা ধুর্ভে, মনীষা রানি ও পূজা ভাট।
তাদের মধ্যে এলভিস যাদবের মাথায় উঠেছে সেরার মুকুট। লাইভে এসে বিজয়ীর নাম ঘোষণা করেন সালমান খান।
এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক মালহান। এবারের সিজনে বিজয়ী এলভিস যাদব। যিনি একজন ইউটিউবার। বিজয়ীর শিরোপা জিতে তিনি পেয়েছেন ট্রফি ও ২৫ লাখ রুপি নগদ অর্থ।
এই সিজনে দুই অন্যতম বড় তারকা হিসেবে বরাবরই জনপ্রিয় ছিলেন এলভিস যাদব ও অভিষেক মালহান। তাইতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে বারবার পড়তে হয়েছিল তাদের। ফিনালের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনলাইন পোলে এলভিসকেই বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিল।
গত সোমবার রাত ৯টা থেকে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে সরাসরি দেখা গেছে জিও সিনেমায়। অন্যান্য ক্ষেত্রে এমন ধরনের অনুষ্ঠানের ফিনালে এয়ার করা হয় সপ্তাহের শেষে। প্রত্যেকবারের মতো এবারের ফিনালেতেও হাজির হয়েছিলেন অতিথিরা। অতিথি হিসেবে ছিলেন আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে।
