মাছ বিক্রি করছেন সাবিলা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৩:১২ পিএম

ছবি: সংগৃহীত

সকালে ভিড়ঠেলা বাজারে মাছ বিক্রি করছেন অভিনেত্রী সাবিলা নূর!
মাছের ওপর পানি ছিটানো, মাছি তাড়ানো থেকে দাম হাঁকানো সবটাই করছেন অবলীলায়। অনেকে তো সত্যি ভেবে ভুলও করছেন।
হ্যাঁ, এমনটাই দেখা গেছে ‘মৎস্যকন্যা’ নাটকের শুটিং সেটে। নির্মাতা আলোক হাসানের পরিচালনায় এতে আমেনা চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর।
স্বামীর অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে মাছ বিক্রি করেন তিনি। চরিত্রটি যথাযথ ফুটিয়ে তুলতে এবং নাটকে সত্যিকারের আবহ তুলে ধরতে গতকাল শনিবার সকালে মিরপুরের ৬ নম্বর সেক্টরের মাছ বাজারে শুটিং হয় নাটকটির।
চরিত্রটি নিয়ে সাবিলা নূর বলেন, ‘কিছুক্ষণ পরপর মাছে পানি ছিটানো, মাছি তাড়ানো-এ কাজগুলো করতে হচ্ছে। মাছ কিনতে গিয়ে আগে এ কাজগুলো দেখেছি। কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ে এগুলো করতে হচ্ছে আমাকে। পাশাপাশি ক্রেতার সঙ্গে সঠিকভাবে দামদরও করতে হচ্ছে। পুরো বিষয়টি আমার জন্য খুব একটা সহজ নয়।’
তিনি আরও বলেন, ‘অনেক বড় বাজারে শুটিং। বাজারে ক্রেতা-বিক্রেতাও প্রচুর। শুটিং করা অনেক কষ্ট। অনেকে বুঝতেও পারিনি শুটিং চলছে। এ কারণে অনেকটা সমস্যাও হচ্ছিল। যথাযথভাবে ক্যামেরা ধরতে সমস্যাও হচ্ছিল। একসময় বাজারের লোকজনের সহায়তা ঠিকঠাক মতো শুটিং সারতে পেরেছি।’
জানা গেছে, দয়াল সাহার চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজু প্রমুখ।
নির্মাতা আলোক হাসান জানান, জীবনঘনিষ্ঠ এক ঘণ্টার এ নাটকের শুটিং মিরপুর মাছবাজারসহ উত্তরার বিভিন্ন লোকেশনে চলবে। এতে নতুন এক সাবিলাকে খুঁজে পাবেন দর্শক।