বিতর্কিত টুইট নিয়ে মুখ খুললেন গোবিন্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৯:২৫ এএম

ছবি: সংগৃহীত

উত্তর ভারতে ধর্মীয় একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এরমধ্যে সেই শোভাযাত্রা নিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের একটি টুইট ভাইরাল হয়। ধর্মীয় বিদ্বেষ উসকে দেয়ার মতো এই টুইটটি নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক।
তবে অনেকের ধারণা ছিল, গোবিন্দের মতো অভিনেতা এমনটা করতেই পারেন না। হয়তো তার একাউন্ট হ্যাক হয়েছে। কী হয়েছে তার সঙ্গে? ভক্তদের আশঙ্কাই সত্যি হয়েছে- হ্যাক হয়েছিল তার টুইটার অ্যাকাউন্ট। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে গোবিন্দ নিজেই এ কথা জানান।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও বার্তায় গোবিন্দ বলেন, একটু আগে অপ্রত্যাশিত এই খবরটা পেলাম। মূলত আমার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তাই আমার অনুরোধ থাকবে হরিয়ানার ঘটনাকে কেন্দ্র করে কোনো কিছুতে আমার নাম জড়াবেন না।
গোবিন্দ বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে কেউ হয়তো ভাবছেন আমি কোনো দলের হয়ে নির্বাচনে লড়ব। তাই হয়তো এ কাণ্ড ঘটিয়েছেন। এটা আমার ধারণা। আমি দীর্ঘ দিন টুইটার ব্যবহার করি না। ওই টুইটটি আমি পোস্ট করিনি। এ বিষয়ে পুলিশের সাইবার সেলে আমি অভিযোগ করেছি।
এদিকে এমন বিপত্তির পর আপাতত বিতর্ক এড়াতে টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করার পদক্ষেপ নিচ্ছেন গোবিন্দ।