বিকিনি ফটোশ্যুটে নজর কড়লেন সৃজলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৮:৫৬ পিএম

সৃজলা গুহ। ফাইল ছবি


বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ।
ছোটপর্দার জনপ্রিয় মুখ সৃজলা গুহ। তবে শুধু অভিনয় নয়, মডেলিংয়েও তার জুড়ি মেলা ভার। অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায়, প্রায়ই বোল্ড ফটোশ্যুট করেন তিনি। এবার গঙ্গাপারে বিকিনি ফটোশ্যুটে ঝড় তুললেন ছোটপর্দার এই অভিনেত্রী।
[caption id="attachment_433148" align="aligncenter" width="359"]
মন ফাগুন ধারাবাহিকে নজর কাড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিকিনি ফটোশ্যুটের সেই ছবি শেয়ার করেন অভিনেত্রী। নায়িকার প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া।