
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ১০:০৫ পিএম
আরো পড়ুন
প্রকাশ্যে সোনামের বিয়ের কার্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০১৮, ০২:৩৫ পিএম

আনন্দ আহুজার সঙ্গে ৮ মে গাঁটছড়া বাঁধবেন সোনাম কাপুর। ৮ মে মুম্বইয়ের ব্যান্দ্রায় বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় শুরু হলেও, ৬ মে শুরু হচ্ছে সোনামের মেহেন্দির অনুষ্ঠান। মুম্বইয়ের ব্যান্দ্রা-কুরলা কমপ্লেক্সের একটি পাঁচতারা হোটেলে হবে অনিল কন্যার মেহেন্দির অনুষ্ঠান। ৬ তারিখ মেহেন্দির জমকালো অনুষ্ঠানের পর ৮ মে হবে সোনামের বিয়ে। এরপর ৮ মে সন্ধ্যায় মুম্বইয়ের দ্য লীলা-তে হবে সোনাম-আনন্দের রিসেপশন পার্টি। সেখানে হাজির থাকবেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

আনন্দ আহুজার সঙ্গে ৮ মে গাঁটছড়া বাঁধবেন সোনাম কাপুর। ৮ মে মুম্বইয়ের ব্যান্দ্রায় বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় শুরু হলেও, ৬ মে শুরু হচ্ছে সোনামের মেহেন্দির অনুষ্ঠান। মুম্বইয়ের ব্যান্দ্রা-কুরলা কমপ্লেক্সের একটি পাঁচতারা হোটেলে হবে অনিল কন্যার মেহেন্দির অনুষ্ঠান। ৬ তারিখ মেহেন্দির জমকালো অনুষ্ঠানের পর ৮ মে হবে সোনামের বিয়ে। এরপর ৮ মে সন্ধ্যায় মুম্বইয়ের দ্য লীলা-তে হবে সোনাম-আনন্দের রিসেপশন পার্টি। সেখানে হাজির থাকবেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা।