হলিউডি অভিনেত্রীর বিপরীতে ফেরদৌস

কাগজ অনলাইন প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৭, ০৬:৫৭ পিএম
হলিউডের উঠতি অভিনেত্রী সেলিন বেরানের সঙ্গে জুটি বাঁধছেন চিত্রনায়ক ফেরদৌস। ‘ইন পারসু অব লাভ’ নামে ব্রিটিশ একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তারা।
বছরখানেক আগে থেকেই ছবিটি নিয়ে প্রযোজকদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছিল ফেরদৌসের। তবে চলতি মাসে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানালেন তিনি।
ছবিটি প্রযোজনা ও পরিচালনা করছেন ব্রিটেন প্রবাসী দুই বাংলাদেশি সাজ্জাদ পারভেজ ও জিএম ফারুখ। প্রাথমিকভাবে ইংল্যান্ডেই এটি মুক্তি দেওয়া হবে। বুধবার সকালের ফ্লাইটে উড়াল দেবেন ফেরদৌস। ২৬ অক্টোবর থেকে লন্ডনে শুটিংয়ে অংশ নেবেন ফেরদৌস-সেরিল জুটি।
ফেরদৌস বললেন, “সেলিনের সঙ্গে আলাপ হয়েছে। চমৎকার মানুষ তিনি। আমরা ফটোশুট করেছি একসঙ্গে। আশা করছি ভালো কিছু হবে।”
শুটিং শেষে ৫ নভেম্বর ঢাকায় ফিরবেন ফেরদৌস।
সেলিনের জন্ম টেক্সাসে। বেড়ে ওঠা সুইজারল্যান্ডে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের চলচ্চিত্রে কাজ করেছেন। ‘ওয়ালপেপার’, ‘দ্য হান্ট’সহ বেশকিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
ছবিতে আরো অভিনয় করেছেন স্বাধীন খসরু, হিরন বেগ।