দাবাড়ু চ্যাম্পিয়নদের গল্পে নাটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৩, ১০:৪১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত
গ্রামের চার রত্ম অভ্র, বিদুর, রাতুল ও রাজা। দাবা খেলাই তাদের ধ্যান-জ্ঞান, এককথায় জীবন। রাজা গ্রামের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া একমাত্র গ্র্যান্ডমাস্টার। রাজার সঙ্গে দাবা খেলায় পারে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই চার রত্ম মিলে একটি ফোর স্টার ক্লাব তৈরি করে, যেখানে গ্রামের ছেলেমেয়ে সবাই দাবা খেলে।
এদিকে আরিফ চৌধুরী গ্রামের বিত্তবানদের একজন, দীর্ঘদিন পর গ্রামে একমাত্র মেয়ে অনুকে নিয়ে বেড়াতে আসে। চার রত্ম অভ্র, বিদুর, রাতুল ও রাজা সবাই অনুকে পছন্দ করে। চার রত্ম অনুর জন্য দিশাহারা, সবাই অনুকে পেতে চায়। অনু একপর্যায়ে চার রত্মকে দাবা খেলার চ্যালেঞ্জ করে। চার রত্ম অনুর সঙ্গে দাবা খেলার চ্যালেঞ্জ মোকাবিলা করতে তৈরি হয়।
এ রকম মজার কিছু ঘটনা নিয়ে ঘটতে থাকে ‘চ্যাম্পিয়ন’ নাটকের কাহিনী। রাজা চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, আর অনু চরিত্রে রুনা খান। এছাড়া অভিনয় করেছেন সিয়াম নাসির, খলিলুর কাদেরী, জাদু ফরিদ, স্বপন, সোনিয়া লাজুক রুনাসহ আরো অনেকে।
রাজীব মণি দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। প্রযোজনা করেছেন হৃদয় হোসেন। প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ স্টেশন লিমিটেড।