কৌতুক অভিনেতা ব্যারি হামফ্রাইস আর নেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১১:৫২ এএম

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অস্ট্রেলীয় কৌতুক অভিনেতা ব্যারি হামফ্রাইস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। রবিবার (২৩ এপ্রিল) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ফেব্রুয়ারিতে পড়ে গিয়ে আঘাত পান হামফ্রাইস। এরপর মার্চে তার একটি অস্ত্রোপচার হয়। তবে অস্ত্রোপচারের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা।
এক বিবৃতিতে ব্যারি হামফ্রাইসের পরিবার জানিয়েছে, হামফ্রাইসের কাছে তার ভক্তরা ছিলেন অনেক গুরুত্বপূর্ণ এবং তার যে চরিত্রগুলো লাখ লাখ মানুষের মুখে হাসি এনেছে, সেগুলোর মধ্যেই তিনি বেঁচে থাকবেন।
ব্যারি হামফ্রাইসের সবচেয়ে জনপ্রিয় সৃষ্টি গত শতাব্দীর সত্তরের দশকে যুক্তরাজ্যে ব্যাপক হিট হয় এবং এর ধারাবাহিকতায় তিনি আশির দশকে ডেইম এডনা এভারেজ এক্সপেরিয়েন্স নামে নিজের টেলিভিশন টক শো নিয়ে হাজির হন।