আমাদের বাড়িতে তিন দিনব্যাপী ঈদ পালন করা হয়: আবদুন নূর সজল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৪:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ঈদের আগে শুটিং নিয়ে মহাব্যস্ত থাকেন তারকারা। ঈদ এলে তাদের একটু অবসর জোটে। সে ফাঁকে একেজন একেক রকম পরিকল্পনা সাজান। তারকারা কে কোথায় ঈদ কাটাবেন, কীভাবে কাটাবেন, কী কী কেনাকাটা করলেন- এসব নিয়ে ভক্তদের থাকে বাড়তি আগ্রহ। আবদুন নূর সজলের এবারের ঈদের পরিকল্পনার খোঁজ দিচ্ছেন সোহানুর রহমান সোহাগ।
প্রতি বছরের মতো এ বছরও আমি ঈদ ঢাকাতেই করব। ঈদ নিয়ে পরিকল্পনা সব সময় পরিবার কেন্দ্রিকই থাকে। বাবা-মা, আত্মীয়স্বজনের সঙ্গেই ঈদ করা হয়। আমাদের বাড়িতে তিন দিনব্যাপী ঈদ উদযাপন করা হয়। এবার যেহেতু ‘জ্বীন’ মুক্তি পাচ্ছে চেষ্টা করব সিনেমাটা দর্শকদের সঙ্গে দেখার জন্য। ঈদে সাধারণত নিজের জন্য কিছু কেনা হয় না, তবে পরিবারের সবার পছন্দমতো কেনাকাটা করা হয়ে থাকে।