এবার নেতিবাচক চরিত্রে শিবানী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০১:১৯ পিএম

শিবানী চক্রবর্তী। ফাইল ছবি

টেলিভিশনে টানা ১০ বছর দাপটের সঙ্গে রাজত্ব করে যাচ্ছেন শিবানী চক্রবর্তী। হাসির নানান ধারাবাহিকের মূল চরিত্র এগিয়ে নেন তিনি। কমেডি চরিত্রে অভিনয় করে পরিচিত পাওয়া এই অভিনেত্রী এবার নেতিবাচক চরিত্রে হাজির হচ্ছেন দর্শকদের সামনে।
সিমারু উমাঙ্গ চ্যানেলের এক ধারাবাহিকে এবার ধূসর চরিত্রে অভিনয় করেছেন শিবানী। যা তার অভিনয়জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। এ নিয়ে খুশি বাঙালি কন্যা।
নিজের অভিনয় নিয়ে শিবানী সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, যেকোনো ধরনের চরিত্রে নিজেকে পরখ করে নিতে সে প্রস্তুত। আর একজন অভিনেত্রী হিসেবে নিজেকে সেই চরিত্রের মতো গড়েপিটে নিতেও আগ্রহী সে।
শিবানী বলেন, এটা সত্য যে এর আগে আমি একাধিক বউমার চরিত্রে অভিনয় করেছি। এই প্রথম আমি কোনো পরিবারের বউমা নই। শ্রাবণীতে নতুন আর ভিন্ন স্বাদের এক চরিত্রে নিজেকে উন্মোচন করার জন্য আমি রোমাঞ্চিত। যদিও আমার চরিত্রে অনেক নেতিবাচক দিক আছে। তবে নতুন এই স্বাদ নেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।
তিনি আরও জানান, অভিনয়শিল্পীরা পানির মতো, যে পাত্রে রাখবেন, সেই রূপ ধারণ করবে। আমিও তার ব্যতিক্রম নই। আমি জানি নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য আমি দর্শকের ঘৃণা পাব, আর তাঁরা আমাকে অপছন্দ করবেন। এসব অনেক সময় শিল্পীকে প্রভাবিত করে। তবে আমি এসব কিছু গায়ে মাখব না। আমি চাই আমার চরিত্রের মাধ্যমে দর্শককে বিনোদন দিতে।