বাবা হতে চলেছেন হ্যারি পটার!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

হ্যারি পটার খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ বাবা হতে চলেছেন। ড্যানিয়েল র্যাডক্লিফ এবং তার দীর্ঘদিনের প্রেমিকা এরিনের প্রথম সন্তান এটি।
রবিবিার (২৬ মার্চ) ড্যানিয়েল র্যাডক্লিফ নিজেই গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
২০১৩ সালে ড্যানিয়েল এবং এরিন ডার্ক একসঙ্গে কিল ইয়োর ডার্লিংস ছবিতে অভিনয় করেছিলেন। সেই থেকেই তাদের সম্পর্কের শুরু। এরপর কেটে গেছে ১০ বছর। একে অন্যের সঙ্গে ভীষণ আনন্দে কাটছে তাদের সময়। আর এর মধ্যেই এমন খুশির খবর প্রকাশ্যে এলো।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পিপলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল জানিয়েছেন তারা একে অন্যের সঙ্গে ভালো আছেন। তিনি আরও বলেন, 'আমি সত্যিই একটা ভালো জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।'
এই সুখবর জানিয়ে অভিনেতার এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, ড্যানিয়েল বাবা হচ্ছে জেনে ভীষণই খুশি। ওর আর এরিনের সম্পর্কটা ভীষণ সুন্দর। আশা করছি ওরা খুব ভালো বাবা মা হবে।
সম্প্রতি এই ৩৩ বছরের অভিনেতাকে তার ৩৮ বছরের প্রেমিকার সঙ্গে নিউইয়র্কে দেখা গেছে। সেখানেই ধরা পড়ে এরিনের শরীরে ফুটে ওঠা মাতৃত্বের লক্ষণ। এরপরই অভিনেতা এই খুশির খবর শেয়ার করেন।