ইউল্যাবের ছাত্র হিসেবে গর্বিত বাপ্পি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১০:৫২ পিএম

বাপ্পি চৌধুরী

বাপ্পি চৌধুরী
প্রেক্ষাগৃহে শুক্রবার (৩ মার্চ) মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘ওরা ৭ জন’। খিজির হায়াত খান পরিচালিত সিনেমাটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাপ্পি লিখেছেন, ইউল্যাবের (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের একজন ছাত্র হয়ে নিজের বেশ গর্ব হচ্ছে। ছাত্র হয়ে শিক্ষকের সৃষ্টি দেখব না, তা তো হতেই পারে না।
এই চিত্রনায়ক আরো লেখেন, বড় বিষয়টি হলো মুখে মুখে ভালোবাসি বলার থেকে অন্তরের ভালোবাসাটা অত্যন্ত প্রয়োজন। আর সেই অন্তরের ভালোবাসার প্রকাশ হলো খিজির হায়াত খানের এই অনবদ্য সৃষ্টি ‘ওরা ৭ জন’। বেস্ট অব লাক খিজির হায়াত খান।
‘ওরা ৭ জন’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শাহরিয়ার ফেরদৌস সজীব, ইমতিয়াজ বর্ষণ, খালিদ মাহবুব তুর্য, খিজির হায়াত খান, সাইফ খান, নাফিস আহমেদ, হামিদুর রহমান, শিবা শানু, আজম খান প্রমুখ।