পাঠানকে উজ্জ্বল করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭ পিএম

ছবি: সংগৃহীত

চার বছরেরো বেশি সময় বিরতির পর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। আর মুক্তি পেতেই পাঠান জ্বরে কাবু গোটা ভারত। নিন্দুকরা মনে করছিল শাহরুখ খানের দিন শেষ। তার সিনেমা জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর শাহরুখ নিজেও মনে করেছিলেন হয় তো অভিনয় ছেড়ে অন্য কিছু করবেন। তবে যে অভিনয়ই তাকে বলিউডের বাদশা বানিয়েছে, সেটাকে ছাড়বেন কি করে?
ছবি মুক্তির আগে থেকে ‘পাঠান’ নিয়ে বিতর্কের কমতি ছিলো না। শাহরুখ চুপ থাকলেন। তার বদলে জবাব দিলেন বক্স অফিসে হাত ধরে। পাঠান মুক্তির দিন থেকেই নানা বক্স অফিস রেকর্ড ভেঙে হাজার কোটির ক্লাবে। অন্ধকার সরিয়ে শাহরুখ হয়ে উঠলেন সদা জলন্ত সূর্য। সব বিতর্ককে পিছনে ফেলে পাঠানের উজ্জ্বল আলো গোটা বিশ্বে।
হ্যাঁ, ঠিক এ ভাষাতেই শাহরুখ টুইটারে জানালেন, ‘সূর্য একাই জ্বলে ওঠে। আঁধার কাটিয়ে ফের জ্বলে ওঠে। ধন্যবাদ সবাইকে পাঠানকে উজ্জ্বল করে তোলার জন্য।’