প্রাক্তনের সঙ্গে জোড়া লাগল সারার!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০১:২৪ পিএম


সম্পর্কের পাট চুকিয়ে দিয়েছেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। প্রকাশ্যে কার্তিককে ‘সকলের প্রাক্তন’ বলেছিলেন সারা। যদিও নাম উহ্য রেখেছিলেন। কিন্তু সে ঘটনারও তো বেশ অনেক দিন হলো।
গুঞ্জন, সারা-কার্তিক পরস্পরের প্রেমে মজেছেন আবার। লন্ডনে বর্ষযাপনের ছুটিতে মেতেছেন সারা-কার্তিক। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে আলাদা আলাদা রয়েছেন তারা। বছরের প্রথম দিনে দুজনেই লন্ডনের এক হোটেল থেকে ছবি দিলেন।
যদিও কোথাও একসঙ্গে দেখা যায়নি তাদের। কিন্তু একই ক্যাফে থেকে দুজনের ছবি পোস্ট হওয়ার পর থেকে জল্পনা শুরু হয়েছে তবে কি জোড়া লাগছে ভেঙে যাওয়া সম্পর্ক! এই মুহূর্তে ভাই ইব্রাহিম ও বান্ধবীদের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন সারা।
অন্যদিকে বর্ষযাপনের ছুটিতে প্যারিস থেকে সদ্য লন্ডনে গিয়েছেন কার্তিক। সারা যদিও লন্ডনে কার্তিকের আগে থেকেই রয়েছেন। দিন দুয়েক হলো লন্ডন পৌঁছেছেন অভিনেতা। বছরের প্রথম দিনে কাকতালীয়ভাবে মিলে গেল কার্তিক-সারার থাকার স্থান। ভাই ইব্রাহিমের সঙ্গে লন্ডনের এক পাঁচতারা হোটেল থেকে ছবি দেন সারা। একই দিনে সেই হোটেল কফির কাপে চুমুক দিতে দিতে ছবি দিয়েছেন কার্তিকও। তার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তা হলে দুই প্রাক্তন বর্তমানের পথে!