কলকাতার মঞ্চ কাঁপাবেন সালমান খান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত
কলকাতার সালমানপ্রেমীদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে। নতুন বছরেই কলকাতার মাটিতে পা দেবেন সালমান খান। কলকাতায় পারফর্ম করবেন তিনি। ‘দাবাং দ্য ট্যুর রিলোডেড কলকাতা’ নিয়ে হাজির হচ্ছেন সালমান খান।
তার সঙ্গেই কলকাতার মঞ্চ কাঁপাবেন সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, আয়ুশ শর্মা, গুরু রান্ধাওয়ারা। জানা গেছে, গত মাসেই কলকাতায় এসে সোহেল খান এবং সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা সব খতিয়ে দেখেছেন।
হোটেল থেকে অনুষ্ঠানস্থল- নিরাপত্তার যাবতীয় ব্যবস্থাপনা দেখেছেন তারা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১৯ জানুয়ারি কলকাতায় পা রাখবেন সালমান খান। ওই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এরপর রাতভর রিহার্সেল এবং ২০ জানুয়ারি শহরবাসীর জন্য পারফর্ম করবেন ভাইজান ও তার সঙ্গীরা। দীর্ঘ ১৪ বছর পর কলকাতায় আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। গত সোমবার আনুষ্ঠানিকভাবে কলকাতা সফরের ঘোষণা দেন সালমান।