লাইফ সাপোর্টে গায়ক আকবর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৫:০৪ পিএম

গায়ক আকবর

লাইফ সাপোর্টে নেয়া হয়েছে ইত্যাদি খ্যাত গায়ক আকবরকে। বেশ কিছুদিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি।
বুধবার (৯ নভেম্বর) সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।
আকবরের স্ত্রী বলেন, আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হওয়ায় তিন সপ্তাহ আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায়।
কানিজ ফাতেমা জানান, আকবর এতোদিন আইসিইউতে ছিলো। কিন্তু এখন উনার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। তাই লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সবাই আকবরের জন্য দোয়া করবেন।
রিক্সা চালক থেকে ইত্যাদি’র মাধ্যমে দেশ বিদেশে গায়ক হিসেবে পরিচিতি পান আকবর। ইত্যাদিতে তার গাওয়া কিশোর কুমারের গান একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে গেয়ে জনপ্রিয়তা পান তিনি।