কেন টুইটার বন্ধ করলেন হলিউডের অ্যাম্বার হার্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৪:৫৯ পিএম

অ্যাম্বার হার্ড ও ইলন মাস্ক- যাদেরকে ঘিরে জমেছে আলোচনা। ছবি: টাইমস অব ইন্ডিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ ইলন মাস্কের হাতে আসার খবরে তা বন্ধ করে দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে ইলন মাস্কের কারণেই তিনি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করলেন কিনা সেটি জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে কিছু বলেনওনি।
হলিউডের এই অভিনেত্রীর টুইটার ত্যাগের খবর এবং ইলন মাস্কের টুইটার কিনে নেয়ার ঘটনা সমসাময়িক হওয়ায় সমালোচনা চলছে। শোনা যাচ্ছে, অ্যাকোয়ামান তারকাখ্যাত এই অভিনেত্রীর অ্যাকাউন্ট বন্ধ করেছেন ইলন মাস্ক নিজেই। খবর জিও টিভি, মার্সার।
চলতি বছর সাবেক স্বামী জনি ডেপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলাকে কেন্দ্র করে আলোচনায় ছিলেন অ্যাম্বার হার্ড। এরপরই টুইটার ছাড়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে এলেন হলিউডের এই অভিনেত্রী।