মেকআপের সময় সন্তানকে দুধ খাওয়ালেন সুনিতা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০১:১৩ পিএম


সুনিতা কাপুর
মেকআপ করতে করতেই সন্তানকে বুকের দুধ খাইয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী সুনিতা কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছেন তিনি। তাতেই এই দৃশ্য দেখা যায়।
অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুর প্রতি বছর কার্তিক মাসে করবা চৌথের বিশাল আয়োজন করেন। তাতে যোগ দেন বলিউডের খ্যাতনামা নায়িকারা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মায়ের এই আয়োজনে যোগ দিতে সাজগোজ করতে নিজের টিম নিয়ে মেকআপ টেবিলের সামনে বসেছিলেন সোনম। কীভাবে মেকআপ দেয়া হচ্ছিল, কী শাড়ি পরলেন, কেমন দেখাচ্ছে- উৎসুক ফ্যানদের এসব জানাতেই ইন্সটাগ্রামে সেই ভিডিও পোস্ট করেন তিনি।
সোনম যখন সন্তানকে বুকের দুধ দিচ্ছিলেন, তখন টিমের সদস্যদের মেকআপের তুলি আর চুলের ভাঁজ ঠিক করা চলছিলোই।
গত আগস্টে এই বলিউড অভিনেত্রী আর তার স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।
সোনম কাপুরের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর একটি ছবি নিজের ফেসবুক পেইজে শেয়ার করেন বাংলাদেশি মডেল বারিশা হক। তাতে তিনি লিখেছেন, বলিউডের সুপারস্টার সোনম কাপুর মেকআপ নেয়ার সময়ের পেছনের ছবি তুলে ধরেছেন। যেখানে সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তিনি। এটা সত্যিই এক অনুপ্রেরণা।